দূরত্ব বজায় রাখতে ফার্মেসির সামনে বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন

0

ঢাকা অফিস: করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে চলাচল করতে বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। সিলেটের গোলাপগঞ্জে ক্রেতাদের মধ্যে কম করে এক মিটার দূরত্ব বজায় রাখতে সাদা রং দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের সামনে গোল বৃত্ত এঁকে দিচ্ছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩টায় গোলাপগঞ্জ চৌমুহনী, ঢাকাদক্ষিণ রোড, আহমদ খাঁন রোড, উত্তর বাজারসহ  বিভিন্ন ওষুধের দোকানের সামনে ওই গোল বৃত্ত আঁকা হয়।  গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ একদল পুলিশ এসময় উপস্হিত ছিলেন। ওই গোল চিহ্নের মধ্যে থেকে ক্রেতারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ঔষধ কিনছেন। একজন গেলে আরেকজন এগিয়ে যাচ্ছেন।  ফার্মেসি ব্যবসায়ী জাবেদ আহমদ বলেন, করোনা ভাইরাস আতঙ্কে আমরা সবাই। প্রশাসন বলছে, বাঁচতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তাই ফার্মেসির সামনে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বৃত্ত এঁকে দিচ্ছে।  রিপন আহমদ নামের এক ক্রেতা বলেন, দূরত্ব বজায় রেখে দোকানের সামনে বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আমরা ওষুধ কিনেছি। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে দূরত্ব বজায় রাখতে হবে । করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে বৃত্ত এঁকে দিচ্ছি।

Share.