বুধবার, জানুয়ারী ২২

দূর্গাপুজা, ট্রাফিক সপ্তাহ ও মা ইলিশ সংরক্ষন বিষয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা, ট্রাফিক সপ্তাহ পালন এবং মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিও লেফটেন্যান্ট কর্নেল মোহসীন হাসান, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা নানা বিষয়ে পদক্ষেপ গ্রহনের কথা জানালে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

Share.