ডেস্ক রিপোর্ট: উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধীদের একটি আবাসিক স্কুলে আগুন লেগে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু জানান, রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরে অবস্থান স্কুলটির। সোমবার মধ্যরাতে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। ছড়িয়ে পড়ে ছাত্রীদের হোস্টেলে। মৃত ও দগ্ধ শিশুদের বয়স ৭ থেকে ১০ বছর। মৃত বাচ্চাদের শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ভবনটিতে। বৈদ্যুতিক সংযোগের অবস্থাও বেশ নাজুক। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বছরের শিশু নাসালির মা জেনিফার নাসোজি বলেন, নাসালি তার স্কুলে ভালো করছিল। যখনই ওকে দেখতে স্কুলে আসতাম, নাসালির বন্ধুরাও দৌড়ে আসতো খুশিতে। কতটা কষ্ট হচ্ছে তা বলে বুঝাতে পারবো না।
দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে অগ্নিকাণ্ডে উগান্ডায় ১১ শিশুর মৃত্যু
0
Share.