শুক্রবার, ডিসেম্বর ২৭

দেশব্যাপী অবরোধের সমর্থনে পটুয়াখালীতে বিএনপি’র মিছিল

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: অবৈধ তফসিল বাতিল ও প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার(১৩ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুরাতন রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট আদালত সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান দুলাল, মিজানুর রহামান মিজান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইউনুস আলী মোল্লা, এ্যাড. নিজাম উদ্দিন হেলালি, এ্যাড. রুহুল আমিন রেজা এ্যাড. আতম বদিউজ্জামান তাহের জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সিমা সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Share.