বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সোমবার বিকেলে র্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রাজিম মিয়া (৩০), মোঃ পারভেজ খান (২২), মোঃ ইউসুফ মিয়া (২২), মোঃ আবির (২৬) ও মোঃ রাশেদ আলম (২৬)। এ সময় ২টি চাপাতি, ৬টি রামদা, ১টি ছোরা এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারণত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। রবিবার রাতে অভিযান চালিয়ে রাজিম গ্যাংয়ের সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
0
Share.