সোমবার, ডিসেম্বর ২৩

বাংলাদেশের চার বিভাগে বৃষ্টির হওয়ার সম্ভাবনা

0

ঢাকা অফিস: সারা বাংলাদেশে প্রতিদিনের মতো আজ বুধবারও তাপদাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল বৃহস্পতিবার চার বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা। বুধবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামীকাল ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেটে বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বৃষ্টিপাতের কারণে আগামীকাল থেকে কিছুটা তাপ প্রবাহ কমতে পারে। তবে আগামী ৫মে সারাদেশে বৃষ্টিপাত হলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে যাবে। ফলে জনজীবনে ফিরবে স্বস্তি। এদিকে আজ সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতার কারণে তাপ অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, সারাদেশে চলমান তাপপ্রবাহে দিন দিন নতুন রেকর্ড ভাঙছে।

Share.