দেশের স্বার্থে তৃতীয়বার বিয়ে বাতিল ডেনিশ প্রধানমন্ত্রীর

0

ডেস্ক রিপোর্ট: কিছুতেই বিয়ের জন্য সময় বের করতে পারছেন না ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট ফ্রেডরিকসেন। আগে দু’বার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় বিয়েটা আর করা হয়ে ওঠেনি। এবার ১৮ জুলাই দীর্ঘদিনের বন্ধু বোকে বিয়ে করবেন বলে মনস্থ করেছিলেন। কিন্তু ১৭-১৮ জুলাই ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠক। করোনা মহামারীর মাঝে এই প্রথম বৈঠকে বসছেন ২৭টি সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রপ্রধানরা। প্রথমে ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরে সশরীরে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। আর সেই বৈঠকে যোগ দেয়ার জন্য এবার তৃতীয়বার বিয়ে বাতিল করলেন ফ্রেডরিকসেন। বিয়ে বাতিলের কথা জানিয়ে ফেসবুকে বন্ধু বোয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘এই চমৎকার মানুষটিকে বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু আমাকে ডেনমার্কের স্বার্থে কাজ করতে হবে। তাই আমাদের আবার সিদ্ধান্ত বদল করতে হচ্ছে।’

Share.