বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

দেশের স্বার্থে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক গভীর করতে হবে: কাদের

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী খোজ খবর রাখছেন। বৃহস্পতিবার (২০ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে এক সভায় কাদের বলেন, বন্যার্তদের ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘকাল পরিকল্পনা করে দেশ এগিয়ে নিতে চায় সরকার। বিএনপি ও এরশাদ ভারতের সাথে বৈরী সম্পর্ক গড়ে দেশের ক্ষতি করেছে। ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক গভীর করতে হবে। এখানে বৈরিতার কোনো সুযোগ নেই।

Share.