ঢাকা অফিস: দেশের ১৮টি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকা বন্যায় দেখা দিয়েছে। তলিয়ে গেছে ফসলী জমি। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতির কারণে বন্যা কবলিত এলাকায় পানি বাহিত রোগের সংক্রমন দেখা দিয়েছে। এছাড়া দেশের ৮টি নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বন্যার পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র সূত্রে জানা যায়, উত্তরের জেলা কুড়িগ্রামের নুনখাওয়া, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদী, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদী, গাইবান্ধা পয়েন্টে ঘাঘট নদী, বাহাদুরবাদ, সারিয়াকান্দি, কাজিপুর, সিরাগঞ্জ পয়েন্টে যমুনা নদী, ইলশাঘাট পয়েন্টে ঢালেশ্বরী নদী, বাঘাবাড়ি পয়েন্টে করোতোয়া-আত্রাই নদী, সুনামগঞ্জ, কানাইঘাট, ডেরাই পয়েন্টে সুরমা নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।এছাড়া ডালিয়া, কাউনিয়া পয়েন্টে তিস্তা, আরিচা পয়েন্টে যমুনা নদী, ভাইয়াকুল, মাওয়া, সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদী, কালারোয়া বেতনা নদী, সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমা ছুই ছুই করছে। নদীর দু’পাশের এলাকায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দেশের ১৮টি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত
0
Share.