দেশে এখন আর ডলারের কোনো সংকট নেই, তবে দাম বেশি: সালমান এফ রহমান

0

বাংলাদেশ থেকে রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে এখন আর ডলারের কোনো সংকট নেই, তবে দাম বেশি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহীতে আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশের ৩৪তম ‘তাবলীগী ইজতেমা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রমজানের প্রথম কয়েকদিন দাম একটু বেশি থাকলেও তা ঠিক হয়ে যাবে। দাম বাড়ানোর সুযোগ নেই। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সালমান এফ রহমান বলেন, রাজশাহীতে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে সরকার বিসিকের উন্নয়ন নিয়ে নতুনভাবে ভাবা হচ্ছে। কার্গো বিমান চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Share.