সোমবার, ডিসেম্বর ২৩

দেশে করোনায় নতুন শনাক্ত ৩১২ আরো ৭ জনের মৃত্যু

0

ঢাকা অফিস: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩১২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।   আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৬৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া করোনায় মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। তিনি আরো জানান, মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৪৫৬ জন।এ পর্যন্ত  মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Share.