ঢাকা অফিস:জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, তার একমাত্র লক্ষ্য দেশ ও জাতির শান্তি নিশ্চিত করে সেনানিবাসে ফেরা। তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়। আনসার বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিরও দায়িত্ব রয়েছে। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে জেলে, ফলে পুলিশ কাজ করছে না, অন্য বাহিনীগুলোও আতঙ্কিত।”নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি, ১৮ মাসের কথা বলেছিলাম। ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার।তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “হানাহানি করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি সবাইকে সতর্ক করছি—পরে যেন কেউ বলতে না পারেন যে আগেই সতর্ক করা হয়নি।”সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ না দেখিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ভালো উপদেশ গ্রহণ করতে প্রস্তুত। আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।”একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে, বলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
দেশ ও জাতির শান্তি নিশ্চিত করে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান
0
Share.