দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচ সন্তান প্রসব করেছেন এক নারী

0

ঢাকা অফিস: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচ সন্তান প্রসব করেছেন এক নারী।এদের মধ্যে তিন ছেলে ও ‌ দুই কন্যা।তাদের মধ্যে জন্মের পরেই একজনের মৃত্যু হয়েছে,বাকি চারজন জীবিত থাকলেও ঝুঁকিতে রয়েছেন বললেন চিকিৎসক। রবিবার(০৭ জানুয়ারী)রাত ২.৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবব্যথা নিয়ে ভর্তি হন রুমা আক্তার(২৬)। পরের দিন সকালে তাকে লেবার ২১২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়, সকাল পৌনে দশটার দিকে প্রথম সন্তানের জন্মদেন ওই নারী, পরে একে একে চার সন্তান জন্ম দেন। মা ও চার সন্তানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক জানান,চাঁদপুর থেকে আমাদের এখানে রুমা আক্তার নামের রাত আড়াইটার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।সকাল পৌনে দশটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তান জন্মগ্রহণ করে ওই নারী,নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে হয়েছে।তাদের মধ্যে একটি মেয়ে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।বাকি চারটি নবজাতককে হাসপাতালের নবজাতক কেয়ার ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান,চাঁদপুর থেকে আসা এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছে,ওই নবজাতকের মধ্যে তিন ছেলে ও ‌ দুই কন্যা।তাদের মধ্যে জন্মের পরেই একজনের মৃত্যু হয়েছে,বাকি চারজন জীবিত থাকলেও ঝুঁকিতে রয়েছেন বললেন চিকিৎসক। তিনি আরো জানান,শিশুগুলো অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহ বয়সে জন্ম গ্রহণ করেন, তাদের ওজনও কম,প্রত্যেকের ওজন এক কেজি থেকে এক কেজি ৩০০ গ্রামের মধ্যে।একটি ছেলে নবজাতকের স্বাভাবিক ওজন আড়াই থেকে চার কেজি ৩০০ গ্রাম ও কন্যা নবজাতকের ওজন দুই কেজি ৪০০ গ্রাম থেকে চার কেজি২০০গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তাদের ওজনও কম হওয়ায় কারণে তাদের নবজাতক বিভাগের(এনআইসিইউ)তে রাখা হয়েছে।এবং নবজাতকের মা রুমা আক্তার কে ২১৪ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, আমাদের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছে এখন পর্যন্ত চারটি নবজাতক সুস্থ রয়েছে বলেও জানান তিনি। নবজাতকদের মামা আল-আমিন জানান, আমার বোনের শ্বশুরবাড়ি,চাঁদপুর জেলার সদর এলাকায়।আমার বোনজামাই সৌদি প্রবাসী।আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি করি।বেশ কিছুদিন আগে তার শ্বশুরবাড়ি থেকে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে এনে রেখেছি।পরে রাতে তার প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।পরে সকালে তাকে লেবার ওয়ার্ডে নেওয়া হয় সেখানে আমার বোন একে একে তিন ছেলে ও দুই মেয়ের জন্মদেন।জন্মের সময়েই আমার বোনের এক কন্যা নবজাতক মারা যায়।তিন ছেলে ও এক মেয়ে নবজাতকের ওজন কম হওয়ায় নবজাতক বিভাগ(এনআইসিইউ)তে ভর্তি রয়েছেন ও আমার বোন ২১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে বলেও জানান তিনি।

Share.