মঙ্গলবার, ডিসেম্বর ২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮টি আসনেভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

0

ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এবিষয়ে কেও চ্যালেঞ্জ করতে চাইলে নির্বাচন কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সব হিসেব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি। এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়। এসময় ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো জানান, বাংলাদেশের আতিথেয়তায় তার দল সন্তুষ্ট। এসময় সিইসি জানান, জাপানের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেছে। তারা বলেছে নির্বাচন সুশৃঙ্খল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এখন মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। প্রসঙ্গত, রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।

Share.