শনিবার, নভেম্বর ২৩

দ্বিতীয় দফায় অনুদান পাচ্ছেন আরো ১০০ ক্রীড়াবিদ

0

স্পোর্টস ডেস্ক: পাঁচ শতাধিক অসহায় ক্রীড়াবিদকে প্রায় ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে মন্ত্রণালয়। গত ২০শে মে ক্রীড়াবিদদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আজ আরো একশ’ জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দেয়া হবে। এদের মধ্যে বাছাই করা ২০ জন শুটারও পাবেন এ সহায়তা। করোনা ভাইরাসে দুস্থ ও অসহায় ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তায় ২৪ ফেডারেশনের প্রায় ৫০১ জন ক্রীড়াবিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হয়। ওই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একশ’ জন ফুটবলারকে ১০ লাখ টাকা দেয়া হয়। এছাড়া ৫০ জন হকি খেলোয়াড় এবং রোলার স্কেটিং, বক্সিং, রাগবি, মার্শাল আর্ট কনফেডারেশন, বধির স্পোর্টস ফেডারেশন ও টেনিস ফেডারেশনসহ বাকি ২২ ফেডারেশনের ১০ জন করে ক্রীড়াবিদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দ্বিতীয় দফায় আজ আরও একশ’ জন ক্রীড়াবিদ পাবেন এই অনুদান।এই সহায়তা পেতে ইতিমধ্যে ৫১ জনের নাম জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। সূত্রে জানা যায়, আগে ২০ জনের নাম জমা দিলেও নির্বাহী কমিটির সভা করে ফরোয়ার্ডিং লেটারের নামে অযথা সময়ক্ষেপন করতে চেয়েছিলেন সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। যে প্রক্রিয়ায় শুটাররা আর্থিক অনুদান পাওয়া থেকে বঞ্চিত হতে পারতেন। তবে সেই শংকা কেটে গেছে। ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর দেয়া ২০ জনের তালিকা থেকে ১০ জনকে দেয়া হচ্ছে অনুদান। এর আগে শনিবার ফেডারেশনে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা শেষে আরও ৩১ জনের নামের তালিকাও পাঠানো হয় ক্রীড়া পরিষদে। যেখানে প্রত্যেকটি ক্লাবের একজন করে দুস্থ ও অসহায় শুটারের নাম রয়েছে। এ বিষয়ে ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘আগে আমরা ২০ জনের নাম পাঠিয়েছিলাম। শনিবার কার্যনির্বাহী কমিটির সভা করে আরও ৩১ জনের নাম ক্রীড়া পরিষদে দেয়া হয়েছে। আমরা জেনেছি, এর মধ্য থেকে ২০ জন শুটারকে সাহায্য দেয়া হবে। যা আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তুলে দেবেন।’ এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘আমরা শুটিং ফেডারেশন থেকে ৫১ জনের নাম পেয়েছি। আগের পাঠানো ২০ জনের মধ্য থেকে ১০ জনকে এবং পরবর্তীতে ৩১ জনের তালিকা থেকে ১০ জন দুস্থ ও অসহায় শুটারদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বাছাই করবো।’ পর্যায়ক্রমে আরও চারশ’ জন ক্রীড়াবিদকে এই আর্থিক অনুদান দেয়া হবে বলে ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে।

Share.