বুধবার, জানুয়ারী ২২

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, ইউক্রেন যুদ্ধ বন্ধে এরদোয়ান-পুতিনের আলোচনা

0

ডেস্ক রিপোর্ট: তুর্কি প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান তার রাশিয়ার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় ইউক্রেনের যুদ্ধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য আঙ্কারার ইচ্ছুকতার পুনরাবৃত্তি করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগানের কার্যালয় শুক্রবার তথ্যটি জানিয়েছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, ইউক্রেনের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়েছে। ন্যাটো সদস্য তুরস্কের ইউক্রেন এবং রাশিয়া উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি যুদ্ধের সময় সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে দেশটি। রাশিয়ার আক্রমণ এবং কিয়েভকে সশস্ত্র ড্রোন সরবরাহ, উভয় ক্ষেত্রেই মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় চালু করার জন্য জাতিসংঘের সঙ্গে জুলাই মাসে চুক্তির মধ্যস্থতা করেছিল তুরস্ক যা সাত মাস পুরনো সংঘাতে একমাত্র উল্লেখযোগ্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে রয়ে গেছে। রাশিয়ার সঙ্গে আঙ্কারার সম্পর্ক জটিল। দেশ দুইটি সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান নিয়ে মতবিরোধের সময় শক্তি সরবরাহে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।

Share.