শনিবার, ডিসেম্বর ২৮

দ্রব্যমূল্যের ‘পাগলা ঘোড়া’ জারি রেখেছে বাজার

0

ঢাকা অফিস: চাঁদ দেখা সাপেক্ষে রবিবার শুরু হচ্ছে পবিত্র মাস রমজান। সব সময় রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম বাড়াতে সিন্ডিকেট সক্রিয় থাকে। এর ধারাবাহিতকায় এবার রমজানের দুই মাস আগে থেকেই সব জিনিসের দাম বেড়ে আছে। রোজা শুরুর ঠিক আগ মুহূর্তে দু-একদিন আগে আরেক দফা লাফ দিয়ে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া। রোজায় চাহিদা সম্পন্ন মাছ, মাংস, বেগুন, বেসনসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে স্বস্তিও মিলছে কয়েকটি পণ্যের দামে। শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বাড্ডা, মালিবাগ, রামপুরা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সবকিছুর দাম অপরিবর্তিত রয়েছে। কিছু পণ্যের দাম কমেছে। মুরগির দাম বেড়ে কমেছে সবজির দাম। বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রায় অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে করলা কেজিপ্রতি ২০ টাকা কমে ৬০ টাকা ও বেগুন কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলু ২০ টাকা কেজি, কেজিপ্রতি ২০ টাকা কমে পটল ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, শঁসা ৬০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ টাকা, টমেটো কেজিপ্রতি ১০ টাকা কমে ৪০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মসলার বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মসলার দামই অপরিবর্তিত রয়েছে। তবে কেজিপ্রতি ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বাজারে পেঁয়াজ এখন ৪০ টাকা, রসুন ১৫০ টাকা, আদা ১৩০ থেকে ১৪০ টাকা, শুকনা মরিচ ৩২০ টাকা এবং জিরা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে ৩০ টাকা। গরুর মাংস ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, খাসির মাংস ৯০০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৬০ টাকা। কেজিতে ৬০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা, লেয়ার মুরগি ২৫০ থেকে ২৫৫ টাকা কেজি। এছাড়া দেশি মসুর ডাল ১১০ টাকা কেজি, ভারতীয় ১৩০ টাকা কেজি। দাম অপরিবর্তিত আছে বোতলজাত সয়াবিন তেলের। বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা লিটার। সরিষার তেল ২৯০ টাকা লিটার। খোলা চিনি ৮০ টাকা কেজি এবং প্যাকেটজাত চিনি ৮৫ টাকা কেজি, ছোলা ১৫৫ টাকা, ইসবগুল ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজার ঘুরেও দেখা যায় একই চিত্র। গত সপ্তাহের তুলনায় দাম অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের চালের। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি, আটাশ চাল ৫০ টাকা কেজি, নাজিরশাইল মিলছে ৬০ থেকে ৭০ টাকায়, পাইজাম ৫০ টাকা কেজি, প্যাকেটজাত পোলাও চাল ১৩০ টাকা, খোলা পোলাও চাল ১০০ টাকা এবং আতপ চাল ৪৫ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় মাছের দাম অপরিবর্তিত রয়েছে। কিছুটা কমেছে রুই মাছের দাম। বাজারে ইলিশ মাছের দাম কিছুটা কমে বড়, মাঝারি ও ছোট সাইজের দাম কেজিপ্রতি ৯০০ থেকে ১৩০০ টাকা, রুই মাছ বড়, ছোট ও মাঝারি যথাক্রমে ৩৩০, ২৫০ ও ২২০ টাকা, শিং ১০০ টাকা কমে কেজি ৫০০ টাকা, সরপুঁটি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। এদিকে অপরিবর্তিত আছে ডিমের দাম। বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। হাঁসের ডিম ১৮০ থেকে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২১০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন ১৮০ টাকা।

 

Share.