ঢাকা অফিস: দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের জনগণ স্বস্তিতে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১১ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রমজানে নিত্যপণ্যের দাম লাগামছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের জনগণ স্বস্তিতে থাকতে পারবেন না। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হবে সরকার। বাংলাদেশের অবস্থা ফিলিস্তিনের গাজার চেয়েও খারাপ হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্যের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সমালোচনাকে ভয় পাচ্ছে সরকার। এ অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলমান থাকবে। কারাগারে বন্দি থাকার ঘটনার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, এবারের মতো এত খারাপ অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। জেলে আমাকে ফ্লোরে ঘুমাতে হয়েছে, প্রচণ্ড গরমে থাকতে হয়েছে। ডায়াবেটিস রোগী হওয়ার পরও আমাকে হাঁটার সুযোগ দেয়া হয়নি। ট্রাঙ্ক ভর্তি ওষুধ নিয়েছিলাম। অসুস্থ হয়ে পড়লেও ভালো ডাক্তার দেখানো হয়নি।
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের জনগণ স্বস্তিতে থাকতে পারবেন না: মির্জা আব্বাস
0
Share.