বুধবার, ডিসেম্বর ২৫

দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

0

ঢাকা অফিস: ঢাকার ডেমরা থানা চৌরাস্তা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারে ধাক্কায় মোঃ দুলাল হক (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু । মঙ্গলবার (২৩ এপ্রিল) দপুর দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করে । নিহতর ছেলে মোঃ আলী জানান, আমার বাবা পেশায় একজন ভ্যানচালক একটি দোকান থেকে ভুসির বস্তা নিয়ে অন্য একটি দোকানে দেওয়ার জন্য ভ্যান চালিয়ে যাওয়ার পথে ডেমরা চৌরাস্তায় যাওয়া মাত্র দ্রুতগামী একটি প্রাইভেট কার ভ্যানকে ধাক্কা দেয়।এতে আমার বাবা ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে পড়ে যায়।এতে গুরুতর আহত হন,পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী সদর জেলার মজিবুল হকের সন্তান।বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন।নিহত দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.