দ্রুত গতির লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

0

ঢাকা অফিস: ঢাকার মেরুল বাড্ডা ইউ টার্নের ঢালে দ্রুত গতির লরির ধাক্কায় ফরিদ মিয়া(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই এলাকায় নিরাপত্তা কর্মি হিসেবে কর্মরত ছিল। সোমবার (২২ এপ্রিল) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের নাতি মোঃ নাজমুল হাসান জানান, আমার নানা মেরুল বাড্ডার ইউটার্ন ব্রিজের ঢাল এলাকায় নাইট গার্ডের কাজ করতো। ফজরের নামাজের আগে রোজা রাখার জন্য খাবারের পানি আনতে রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় দ্রুতগামী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎস মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমার নানার বাসা দ: বাড্ডার খ-১১৮/১নম্বর বাসার কুতুব মিনার সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.