দ.আফ্রিকায় ভয়াবহ বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ১১৭

0

 ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় চলমান সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা ও লুটপাটের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।প্রশাসনের কঠোর অবস্থানে আন্দোলন নিয়ন্ত্রণে এলেও এখনো আতঙ্ক কাটেনি স্থানীয় এবং প্রবাসী ব্যবসায়ীদের।ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় জ্বলে-পুড়ে ছাই হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সরকারবিরোধী আন্দোলনের খেসারত দিতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। হামলা, ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কোয়াজুল নাটাল, ঘাউটেং, প্রিটোরিয়া, ডারবানসহ বেশ কয়েকটি প্রদেশ।বিক্ষোভের জেরে সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। অপরাধীদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনা সদস্যরা। এ পর্যন্ত এক হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে চলমান তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সেখানে থাকা বাংলাদেশিরাও। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন দক্ষিণ আফ্রিকার স্থানীয় রাজনৈতিক নেতারা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সিনিয়র ব্যবসায়ীরা।

Share.