ঢাকা অফিস:বিশেষ বিশেষ দিনে গুগলের ডুডল পাল্টে যায়। ‘বিশ্ব ধরিত্রী দিবস’ এ হয়েছে তেমনটাই। আজকের দিনটা বিশ্ব ধরিত্রী দিবস, তাই বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চইঞ্জিন গুগল।২২ এপ্রিল, বৃহস্পতিবার সকালেই গুগলের নিজস্ব লোগোর পরিবর্তে বিশ্ব ধরিত্রী দিবসের শুভেচ্ছা হিসেবে বিশেষে এই ডুডল দেখানো হচ্ছে গুগল ব্যবহারকারীদের। পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে পালন করা শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবসের।গুগলে বিশেষ এই ডুডলে আপনি ক্লিক করলে দেখতে পারবেন, এক কন্যা শিশু একটি গাছের চারা রোপণ করছেন। আর সেটি ওই মেয়েটির বয়সের সঙ্গে বড় হচ্ছে, তিনিও এগিয়ে যাচ্ছেন বার্ধক্যের দিকে।একই ভাবে ওই নারী তার পরবর্তী প্রজন্মের কাছে আরেকটি গাছের চারা দিয়েছেন। একই ভাবে সেটিও বড় হতে লাগল। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম পৃথিবীকে গড়ে তুলছে সবুজের সমারোহে।গুগলের এই বিশেষ ডুডলের মাধ্যমে মূলত মানুষকে উদ্বুদ্ধ করা, পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষের বিকল্প নেই।
ধরিত্রী দিবসে বিশেষ ডুডল গুগলের
0
Share.