বাংলাদেশ থেকে পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের বাড়তি সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি হলো কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের মৃত আব্দুল হামিদ মৃধার ছেলে আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নুরুল ইসলাম সরদার শাহজাহান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দাশেরকাঠি গ্রামের মোঃ বাবুল মহাজন এর মেয়ে কাউখালী এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামি রানা তাকে উত্যক্ত করত। ২০২০ সালের ১০ এপ্রিল সকাল ৮ টার দিকে মেয়েকে বাড়িতে রেখে তার মা শেফালী বেগম বোন ছবির বাড়িতে যান। পরে সকাল ১১ টার দিকে তার মেয়েও খালা ছবির বাড়িতে যায়। দুপুর দেড়টার দিকে ভিকটিম আসামি রানার বাড়ির সামনে দিয়ে একা ফেরার পথে রানা তার পথ রোধ করে জোরপূর্বক ধরে নিজ বাড়িতে ধর্ষণ করে। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার মা শেফালী বাদী হয়ে ওই দিন রাতে কাউখালী থানায় রানাকে আসামি করে ধর্ষণের মামলা দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হলে আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ নুরুল ইসলাম সরদার শাহজাহান ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. কানাই লাল বিশ্বাস।
ধর্ষণের দায়ে পিরোজপুরে যাবজ্জীবন কারাদণ্ড
0
Share.