ধারাবাহিক গণতন্ত্রের কারণেই সরকার মানুষের পাশে দাঁড়াতে পারছে: শেখ হাসিনা

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: ধারাবাহিক গণতন্ত্রের কারণেই সরকার মানুষের পাশে দাঁড়াতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, এই ধারাবাহিক গণতন্ত্রের কারণেই সরকার মানুষের পাশে দাঁড়াতে পারছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে পটুয়াখালীর খেপুপাড়ায় সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর মেরামত করে দেবে সরকার। নতুন উদ্যমে যেন কৃষক চাষবাস করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনা বলেন, অন্য বস্ত্র বাসস্থানসহ মানুষের জীবনের সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষের জীবন মাল রক্ষায় কাজ করে যাচ্ছে এই সরকার। বাবা মা ভাই সবাইকে হারিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্যই কাজ করেছেন। তাই পিতার স্বপ্ন পূরণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করাই তার লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের পর সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার মানসিকতা অর্জন করতে হবে।

Share.