মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ধারাভাষ্যকারদের দল থেকে সঞ্জয় মঞ্জরেকর বাদ

0

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ধারাভাষ্যকারদের দল থেকে বাদ দিয়ে দিয়েছে সঞ্জয় মঞ্জরেকরকে। এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাই সুপার কিংস খোঁচা দিল জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের আগে রবীন্দ্র জাদেজা সম্পর্কে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন মঞ্জরেকর। দেশের বাঁ হাতি অলরাউন্ডার সম্পর্কে তিনি বলেছিলেন, জাদেজা ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার। জাদেজা একটু বল করেন, একটু ফিল্ডিং করেন, একটু ব্যাট করেন। সেই মন্তব্য নিয়ে কম সমালোচনা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে জাদেজা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। পরে তিনি মঞ্জরেকরকে জবাব দেওয়ার জন্য খুঁজছিলেন শোনা যায়। মঞ্জরেকর অবশ্য তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। এ বার মঞ্জরেকরের কথা দিয়ে তাঁকেই খোঁজা দিল চেন্নাই সুপার কিংস। মঞ্জরেকরকে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সিএসকে টুইট করে, আর ওই ধারাভাষ্য শুনতে হবে না। বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছিলেন মঞ্জরেকর। তার জন্য ধোনি ভক্তরা তাঁর সমালোচনা করতে ছাড়েননি।

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share.