স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটে শেষ হল এক বর্ণময় অধ্যায়৷ এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,‘এটি একটি যুগের সমাপ্তি। দেশ ও বিশ্ব ক্রিকেটে এক মহান খেলোয়াড়। ধোনির নেতৃত্বের গুণাবলি এমন কিছু ছিল, বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে৷ যা অন্যদের থেকে আলাদা৷ প্রথম দিকে ওয়ান ডে ক্রিকেটে ধোনির ব্যাটিং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল৷ ওর স্বভাব এবং নিখুঁত স্বাভাবিকতা দারুণ৷ তবে প্রতিটি ভালো জিনিস একদিন শেষ হয়৷ এটি ছিল একেবারে উজ্জ্বল।’ গত বছরের বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার জার্সিতে আর দেখা যায়নি ধোনি৷ শনিবার আইপিএল প্র্যাকটিস শুরু করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৩৮ বছর বয়সি ভারতীয় এই ক্রিকেটার৷ সেই সঙ্গে শেষ হল ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসর৷ সৌরভ আরও বলেন, ‘উইকেটকিপারদের মধ্যে দেশের স্ট্যান্ডার্ড স্থাপন করেছেন৷ মাঠে কোনও অনুশোচনা না-করে শেষ করেছে। অসাধারণ কেরিয়ার শেষ হল৷ আমি ও বাকি জীবনের জন্য মঙ্গল কামনা করি৷’ ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক হয়েছিল ধোনির৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসি-র সমস্ত ট্রফি জিতেছেন। তাঁর নেতৃত্বে ভারত ২০০৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ চাম্পিয়ন হয়। জো’বার্গে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত৷ তারপর ২০১১ সালে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চাম্পিয়ন ট্রফি জেতে ধোনির ভারতে। এছাড়াও ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপ যেতে ভারত। নেতা ছিলেন ধোনি৷ গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছে৷ সেটি ছিল তাঁর ৩৫০তম ওয়ান ডে ম্যাচ৷ ওয়ান ডে ফর্ম্যাটে ৫০.৫৭ গড়ে ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফসেঞ্চুরি-সহ ১০,৭৭৩ রান রয়েছে ধোনির ঝুলিতে৷ ওয়ান ডে ক্রিকেটে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের মাইলস্টোন পেরিয়েছেন মাহি৷ এছাড়া দেশের হয়ে ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ১২৬.১৩ স্ট্রাইক-রেটে ১৬১৭ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷
ধোনির অবসর নিয়ে সৌরভ যা বললেন
0
Share.