মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ধোলাইপাড় মেইন রাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর ধোলাইপাড় মেইন রাস্তার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোঃ সুবহান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার(২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করে। নিহতের ভাইয়েরা ইমরান জানান,আমার ভাইয়েরা সিটি টোল এর কাজ করতো রাত সাড়ে বারোটার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমার ভাইয়েরা গ্রামে বাড়ি,শরীয়তপুর জেলার মৃত আব্দুল কুদ্দুস মোল্লা সন্তান।বর্তমানে পূর্ব জুরাইন ১৯৮ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ।

Share.