শনিবার, নভেম্বর ২৩

নতুন ইব্রাকে পেলো ডর্টমুন্ড

0

স্পোর্টস ডেস্ক: সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের মতো প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতা। গোল করায় দক্ষতায় ইব্রাহিমোভিচের মতো। সেজন্যই আরবি সলজবুর্গের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রাউট হ্যালান্ডকে বলা হচ্ছে ‘নতুন ইব্রা’। কিন্তু নতুন ইব্রা আর সাবেক ছাত্রকে ইংল্যান্ডে আনতে পারলেন না উলে গুনার সোলশার। ম্যানইউ কোচের নাকের ডগা দিয়ে আর্লিং হ্যালান্ডকে দুই কোটি ইউরোতে কিনে নিলো বরুসিয়া ডর্টমুন্ড। এফসি সলজবুর্গে ২০১৯ সালটা দুর্দান্ত কাটিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর কাঙ্ক্ষিত খেলোয়াড়ে পরিণত হন নরওয়ের ১৯ বছর বয়সী স্ট্রাইকার! ২০১৯ সালের ১ জানুয়ারি মৌসুমের শেষদিকে সলজবুর্গে যোগ দেন হ্যালান্ড। নতুন মৌসুম শুরু থেকেই নিজেকে চেনাতে থাকেন তিনি। এবার অস্ট্রিয়ান বুন্দেসলিগায় ২২ ম্যাচে ২৮ গোল করেছেন। আর চ্যাম্পিয়নস লিগ শুরুই করেন হ্যাটট্রিক দিয়ে। দল গ্রুপ পর্বেই বিদায় নিলেও ৬ ম্যাচে ৮ গোল তাকে ‘লোভনীয়’ করে তুলেছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর কাছে। হ্যালান্ডকে পাওয়ার দৌড়ে ডর্টমুন্ডের সঙ্গে ছিল ম্যানইউ, আরবি লাইপজিগ ও জুভেন্টাস। অনেকের বিশ্বাস ছিল, সাবেক কোচ সোলশারের অধীনে আবার খেলবেন তিনি। মলদেতে একসঙ্গে দুজন অনেক দিন কাটানোর সুবাদে তাকে পাওয়ার আশায় ছিলেন ম্যানইউ ভক্তরা। কিন্তু সেটা হলো না। অন্যদিকে বুন্দেসলিগার শীর্ষ দল লাইপজিগও তাকিয়ে ছিল হ্যালান্ডের দিকে। তাদের প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত বরুসিয়াকে বেছে নিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সাড়ে চার বছরের চুক্তি করেছেন ২০২৪ সাল পর্যন্ত। আগামী ৩ জানুয়ারি যোগ দেবেন নতুন ক্লাবে। প্রায় এক লাখ সমর্থকের সামনে খেলতে উন্মুখ হয়ে আছেন হ্যালান্ড, ‘আগে থেকেই একটা অনুভূতি কাজ করছিল যে এই ক্লাবেই আমি খেলতে চাই। ৮০ হাজারেরও বেশি সমর্থকের সামনে খেলতে অধীর হয়ে আছি আমি।’

Share.