বুধবার, জানুয়ারী ২২

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ ঢালিউড অভিনেত্রী

0

বিনোদন ডেস্ক:  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ‘ঈশা খাঁ’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটিতে ‘ঈশা খাঁ’ চরিত্রে ডি এ তায়েবের বিপরীতে অপু অভিনয় করবেন সোনামণি চরিত্রে। এই তথ্য নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘তায়েব ভাইয়ের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ২২ জুন থেকে শুটে অংশ নেওয়ার কথা আছে।’অপু বিশ্বাস গেল মাসে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামে একটি সিনেমার শুটে অংশ নিয়েছিলেন। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। বর্তমানে অপু ‘ছায়বৃক্ষ’ সিনেমার শেষ লটের শুটে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন।

জানা গেছে, ‘ঈশা খাঁ’ সিনেমাটি পরিচালনা করছেন ডায়েল রহমান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গানের শুট হবে। সিনেমার গল্পে দেখা যাবে, ঈশা খাঁ সোনামণিকে ভালোবাসতেন। প্রেমিকাকে সোনারগাঁও নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা।অপু বিশ্বাস অভিনীতি সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় কমলা’।
Share.