নতুন নিয়মে মদিনা রুটে কত বাংলাদেশি হজযাত্রী যাবেন-ফিরবেন, জানাল সৌদি কর্তৃপক্ষ

0

ঢাকা অফিস: আগামী বছর হজে মদিনা দিয়ে ২০ শতাংশ বাংলাদেশি হজযাত্রীকে গমন এবং ৩০ শতাংশ হজযাত্রীকে ফিরতে হবে। সৌদি আরবের সঙ্গে হওয়া হজ চুক্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) লিড হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।চিঠিতে বলা হয়, হজ চুক্তি ২০২৬ (১৪৪৭ হিজরি) মোতাবেক সরকারি ও বেসরকারি মাধ্যমের মোট হজযাত্রীর ২০ শতাংশ মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজীজ আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে সৌদি আরব গমন এবং ৩০ শতাংশ প্রত্যাগমন (ফেরা) করবেন। সে প্রেক্ষিতে ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব লিড এজেন্সিকে এভাবে হজযাত্রীদের মদিনা আল মোনাওয়ারা দিয়ে সৌদি আরব গমন এবং প্রত্যাগমনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।এ অবস্থায় আগামী হজ মৌসুমে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজীজ আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে সৌদি আরব গমন ও প্রত্যাগমনের সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে। গত ১১ নভেম্বর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের হজ চুক্তি হয়। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Share.