শুক্রবার, জানুয়ারী ২৪

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন কাল, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

0

ঢাকা অফিস: একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বসছে। নতুন বছরের প্রথম এ অধিবেশন বাংলাদেশ সময় বিকাল ৪টায় বসবে। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন এবং রেওয়াজ অনুযায়ী তার ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে। বর্তমান সংসদের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মৃত্যুতে বৃহস্পতিবারের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। কোনও সিটিং এমপি মারা গেলে রেওয়াজ অনুযায়ী ওইদিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি করা হয়। তবে বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বাধ্যবাধকতা থাকায় পুরোটা মুলতুবি না করে কিছুক্ষণের জন্য করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের পর মুলতুবি হবে। জানা গেছে, বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। প্রতিবারের মতো এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি। এরপর অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন চিফ হুইপ। পরে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। বছরের শুরুর এই অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মার্চে একটি বিশেষ অধিবেশন থাকায় এ অধিবেশন ফেব্রুয়ারির মধ্যেই শেষ করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে বাংলাদেশ সময় বিকাল ৩টায় সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এতে অংশ নেবেন। এ অধিবেশনের জন্য এখন পর্যন্ত ৭টি বিল জমা রয়েছে। এর মধ্যে নতুন বিল হলো বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল, সড়ক পরিবহন করপোরেশন বিল, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল এবং বাংলাদেশ বাতিঘর বিল। বাকি তিনটি সংসদে উত্থাপিত হয়েছে। সেগুলো হলো কাস্টমস বিল, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল। এছাড়া গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হওয়া ভোটার তালিকা (সংশোধন) বিলটিও এ অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে।

Share.