সোমবার, ডিসেম্বর ২৩

নতুন বছরে অর্জুন-মালাইকা

0

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুটা একসঙ্গে করলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। ৩১ ডিসেম্বর রাতে গোয়াতে মালাইকা অরোরার সঙ্গে পার্টি করেন প্রেমিক অর্জুন কাপুর। অর্জুন, মালাইকার সেই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই সেটা ভাইরাল হয়ে যায়। প্রকাশ্যে আছে বেহ কিছু ছবি। এর মধ্যে একটি ছবিতে দেখা যায় নতুন বছরের শুরুতে অর্জুনের গালে চুম্বন করছেন মালাইকা। সম্প্রতি মুম্বাই ছেড়ে অবসর কাটাতে উড়ে যান অর্জুন কাপুর। তবে অর্জুন কোথায় যাচ্ছেন ছুটি কাটাতে। তবে কোথায় যাচ্ছেন সেটা জানা যায়নি। নতুন বছর মালাইকার সঙ্গে অর্জুন গোয়াতেই কাটাবেন বলে গুঞ্জন শুরু হয়েছে। সেই অনুযায়ী, মালাইকা এবং অমৃতার সঙ্গে মিলে পার্টি করেন অর্জুন কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুর অভিনীত সিনেমা ‘পানিপথ’। তবে এই সিনেমায় অভিনয় নিয়ে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে অর্জুনকে। তবে সমালোচনা এবং কটাক্ষের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। এখন কোনও কিছুকেই আর সেভাবে পাত্তা দেন না বলে জানান অর্জুন কাপুর।

Share.