সোমবার, ডিসেম্বর ২৩

নতুন বছরে ‘সাইকো’ছবিতে পূজা চেরি

0

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের সবচেয়ে কমবয়সী নায়িকা পূজা চেরি। তার অভিনীত এ পর্যন্ত ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ নামে চারটি সিনেমা দেখেছে দর্শক। সব ছবিতে নতুন নতুন চরিত্রে হাজির হয়েছেন পূজা। এদিকে সামনে সপ্তম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা পূজা। এর আগে, ‘জ্বীন’ নামের পঞ্চম ছবির কাজ শেষ করেছেন তিনি। নাদের চৌধুরীর পরিচালনায় ছবিটিতে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা সজলকে। এছাড়া ‘শান’ নামের আরো একটি ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তার নায়ক সিয়াম। তবে যখনই সপ্তম ছবিতে নাম লেখালেন পূজা, ঠিক তখনই বেরিয়ে এলো তার আসল পরিচয়। জানা গেছে, পূজার বাবা নাকি একজন মন্ত্রী! অবাক হচ্ছেন? হওয়ারই কথা। কারণ তিনি এই ছবিতে মন্ত্রীর মেয়ের চরিত্রে হাজির হতে চলেছেন। পূজার সপ্তম ছবির নাম ‘সাইকো’। অনন্য মামুনের পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূজা। কাহিনীতে দেখা যাবে, একজন মন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। যেটি মূলত পূজাই। জানা গেছে, এই ছবিতে পূজার বিপরীতে অভিনয় করবেন নায়ক রোশান। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। ‘সাইকো’ ছবিটি প্রযোজনা করছে সেলেব্রেটি প্রোডাকশন ও আরবিএস এন্টারটেইনমেন্ট।

Share.