সোমবার, ডিসেম্বর ২৩

নতুন ভিডিওতে যে ভয়ের কথা জানালেন শাহরুখ

0

বিনোদন ডেস্ক: কিং খানও ভয় পান। তারও আশঙ্কা হয়। তিনিও প্রশ্ন করেন, আমার এই যে এত অনুরাগী, তারা চিরকাল আমার বাড়ির নীচে ভিড় জমাবে তো? নাকি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ তার অনুরাগীদের কেড়ে নেবেন? নতুন ভিডিওয় শাহরুখ খানের সেই ভয়ই প্রকাশ পেল।আসলে এই ভয়ও প্রচারের অঙ্গ। ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এর জন্য নতুন প্রচারমূলক ভিডিওয় আত্মপ্রকাশ করলেন শাহরুখ। ভিডিওর বার্তায় ইঙ্গিত মিলল, তিনিও এবার ওটিটিতে মুখ দেখাতে পারেন। কারণ তিনি ভয় পেয়েছেন। বলিউডের ছোটবড় সব তারকারা ধীরে ধীরে ওটিটিতে কাজ শুরু করেছেন। কিন্তু কিং খানই কেবল সেই তালিকা থেকে বাদ। ট্রেন্ডের সঙ্গে তাল না মেলালে পাছে তার চাহিদা কমে যায়, সেই ভয়ে তিনিও ভাবনাচিন্তা শুরু করেছেন। এমনই বার্তা মিলেছে ভিডিওয়।

Share.