সোমবার, ডিসেম্বর ২৩

নতুন মামলায় ফের গ্রেপ্তার দীলিপ কুমার, সাধন চন্দ্র ও জাহাঙ্গীর

0

ঢাকা অফিস: ডায়মন্ড ওয়ার্ল্ডের দীলিপ কুমার আগারওয়ালা, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। একইদিন ফের গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও। সকালে তাদের আদালতে হাজির করা হয়। এরপর পল্টন মডেল থানার মামলায় সাধন চন্দ্রকে, মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্র ও জাহাঙ্গীর আলম, পল্টন মডেল থানার মামলায় সৈকতকে গ্রেপ্তার দেখানো আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Share.