বুধবার, জানুয়ারী ২২

নতুন মামলায় আবারও গ্রেপ্তার সালমান-মামুন-দস্তগীর গাজী ও জিয়াউল

0

ঢাকা অফিস: নতুন মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হলো শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪ জনকে। বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে, তা মঞ্জুর করে আদালত। এদিন আদালতে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গোলাম দস্তগীর গাজীকে খিলগাঁও থানার পরিবহন শ্রমিক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে একই দিনে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়। এর আগে আসামিরা কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

Share.