সোমবার, ফেব্রুয়ারী ২৪

নতুন রাজনৈতিক দলের নামের জন্য ৩০ টির বেশি নাম প্রস্তাব এসেছে: আখতার হোসেন

0

ঢাকা অফিস:গণআন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই দলের নাম কী হবে- এটা সবার মনে প্রশ্নে। এ বিষয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, জনগণের কাছ থেকে ৩০টির বেশি নাম প্রস্তাব এসেছে। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে নতুন রাজনৈতিক দলের নাম ঠিক করা হবে। তিনি বলেন, নেতৃত্ব নির্বাচনে সততা নিশ্চিত, একনায়কতন্ত্র, পরিবার তন্ত্র না হয় সেদিকে খেয়াল রাখা হবে। নারীসহ সবার অংশ গ্রহণ, নানা মত ও শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণে এই দল হচ্ছে।তিনি জানান, নতুন দলের লক্ষ্য কী হবে তা নিয়ে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ- ক্যাম্পেইন মতামত’ নেওয়া হয়েছে। দুই লাখের বেশি মানুষ এতে অংশ নেয়। তারা নতুল দলের কাছে দুর্নীতিমুক্ত দেশ প্রতাশা করে। এ ছাড়া সুশাসন প্রতিষ্টা, জবাব্দিহিতা, বৈষম্য হ্রাস, কর্ম সংস্থানের সৃষ্টি, জনগণের মত প্রতিষ্ঠা ও সেবার মান উন্নয়নের মতো পরামর্শ দেয়।

Share.