মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নতুন সরকারকে শরিয়া আইন প্রতিষ্ঠার নির্দেশ তালেবানের শীর্ষ নেতার

0

ডেস্ক রিপোর্ট:   আফগানিস্তানের নবগঠিত সরকারকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন এখন পর্যন্ত আড়ালে থাকা তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। ইসলামি কট্টরপন্থি তালেবান সম্প্রতি দেশটির ক্ষমতা দখলের পর নিজের প্রথম বার্তায় হিবাতুল্লাহ আখুন্দজাদা এমন কথা বললেন। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।ইংরেজি ভাষায় দেওয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা গতকাল মঙ্গলবার বলেন, ‘আমি দেশবাসীকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন ও শরিয়া আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’ হিবাতুল্লাহ আখুন্দজাদা কখনও জনসম্মুখে আসেননি।আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে।তালেবানের প্রধান নেতা আরও বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।’এ ছাড়া আখুন্দজাদা বলেন, ‘কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই।’‘আপনারা সবাই এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করব’, যোগ করেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।ধর্মীয় ছুটি চলাকালে দেওয়া বার্তায় আখুন্দজাদার জনসমক্ষে আসার ব্যাপারে তেমন কিছু বলা হয়নি।তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘হিবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহারে রয়েছেন।’এ ছাড়া অপর এক মুখপাত্র বলেছিলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে।

Share.