সোমবার, ডিসেম্বর ২৩

নববর্ষের ছুটি শেষে ফিরলেন রণবীর-আলিয়া

0

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে নতুন বছরের শুরুটা একসাথে কাটিয়ে (বাড়ি)দেশে ফিরলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। নতুন বছরের আনন্দ উদযাপন করতে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’র পরিচালক অয়ন মুখার্জিও। আলিয়ার ঠিক কতটা খেয়াল রাখেন রণবীর তা বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে তারা পৌঁছনোর পরেই নজরে এসেছে পাপারাৎজিদের। বৃহস্পতিবার মাঝরাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে আগে থেকেই পাপারাৎজিরা ভিড় করে ছিল। তার উপর সাধারণ মানুষের ভিড় তো আছেই। ভিড়ে যেন আলিয়ার কোনো রকম সমস্যা না হয়, তাই সব সময় তার পেছনেই ছিলেন রণবীর। যেখানেই ভিড় বেশি মনে হয়েছে, আলিয়ালে সাবধানে পার করিয়ে দিয়েছেন। সঙ্গে বডিগার্ডরা তো ছিলই। থাইল্যান্ডের বেশ কিছু ছবি শেয়ার করেছেন আলিয়া। একটা ছবিতে প্রেমিকসহ তিনজনই রয়েছেন (আলিয়া, রণবীর আর অয়ন)। ক্যাপশন দিয়েছেন, ‘সবচেয়ে ভালো ছেলেরা (এবং ভালো মেয়ে)’। আর একটি ছবিতে আলিয়া ফ্লোরাল প্রিন্ট-এর জামা পরে সূর্যের দিকে তাকিয়ে পোজ দিয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘২০২০-র আলো’।

Share.