শনিবার, ডিসেম্বর ২৮

নবম শ্রেণির ছাত্রকে স্কুল ক্যাম্পাসে পিটিয়ে আহত করার অভিযোগ

0

বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ প্রতিনিধি: নবম শ্রেণির ছাত্র জুবায়ের খানকে স্কুল ক্যাম্পাসে পিটিয়ে মারাত্বক আহত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মঙ্গলবার তাকে পিটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পেটানোর অন্তরালে রয়েছে প্রধান শিক্ষকের কাছে ওই ছাত্রের প্রাইভেট না পড়া। ইদানিং প্রাইভেট না পড়ার কারণে শিক্ষার্থীরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। গত ৩ মার্চ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রধান শিক্ষকের মারধরে মাহিয়া রহমান নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর হাত ভাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জুবায়ের খান এমনিতেই শারিরীকভাবে অসুস্থ্য। তার মধ্যে বিদ্যালয়ে প্রারম্ভিক ক্লাস পিটি (phygical Teaching) চলাকালে মাঠের মধ্যে জুবায়েরকে ডেকে এনে বেদম প্রহার করা হয়েছে। তার হাতে ও পিঠে রক্তাক্ত দাগ রয়েছে। সে এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এমন নির্মম ঘটনায় স্কুলের অভিভাবকবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টেলিফোনে জুবারেকে মারপিটের ঘটনা স্বীকার করে জনকন্ঠকে জানান- জুবায়ের পিটি ক্লাসের আগে স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে। ৭ম শ্রেণির সেই ছাত্রকে শান্তনা দেবার জন্য জুবায়েরকে বেত দিয়ে পিটানো হয়েছে।

Share.