বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

নবম শ্রেণীর ছাত্রীকে জবাই করে হত্যা

0

ঢাকা অফিস: রামু খুনিয়াপালং এলাকায় খুরশিদা বেগম নামে এক কিশোরীকে (ছাত্রী) জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর পর হত্যাকারি যুবক মুফিজুর রহমানও নিজে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আহত অবস্থায় মুফিজুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এর থোয়াঙ্গাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুরিশদা বেগম (১৪) ওই এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা ও গোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। হত্যাকারি যুবক মুফিজুর রহমান (১৯) একই এলাকার মোহাম্মদ হোসাইনের পুত্র। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছেন এলাকার লোকজন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, খুরশিদাকে নিজ বাড়িতে ঢুকে মুফিজুর রহমান জবাই করে হত্যা করেছে। ঘটনার পর বাড়ির বাইরে এসে মুফিজুর রহমান নিজে নিজে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।

Share.