সোমবার, ডিসেম্বর ২৩

১৬০০ পরিবারকে ত্রাণ বিতরন

0

ঢাকা অফিস: ঢাকার নবাবগঞ্জের ওসমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এবং নবাবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আক্কাস উদ্দিন মোল্লা ১৬শত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরন করেছেন । করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে দিনমজুরেরা বেকার হয়ে পড়ছেন। সেই সাথে অসহায় ও হতদরিদ্র মানুষেরাও মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অসহায় ও হতদরিদ্র মানুষদের কথা মনে করে তিনি এগিয়ে এসেছেন। আজ বেলা সাড়ে ১০ টায় মোঃ আক্কাস আলী মোল্লা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. সালাউদ্দিন মঞ্জুর নিকট ৭ শত পরিবারের জন্য ৭শত ত্রানের ব্যাগ হস্তান্তর করেন । তাছাড়া উপজেলার বারুয়াখালী ইউনিয়নে বিভিন্ন এলাকায় নিজে ৯ শত পরিবারের মাঝে ত্রানের ব্যাগ গরীব-দুঃখীদের মাঝে বিতরন করেন। ত্রানের ব্যাগে মধ্যে আছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি সোয়াবিন, ২ কেজি আলু ও অন্যান্য সামগ্রী। ১৯৭৩ সালে বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করার পর এইচ.এস.সি পাশ করেন নটরডেম কলেজ থেকে। তারপর ১৯৮৪ সালে রাসেল গার্মেন্টস দিয়ে ব্যবসায় সূচনা করেন এবং পরবর্তীতে রাসেল স্পিনিং মিল, তানিয়া কটনসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের মালিক হলেও একজন নিরঅহংকারী, সাদা মনের মানুষ হিসেবে তাকে সকলেই পছন্দ করেন। এই মানুষটি নবাবগঞ্জের যে কোন প্রয়োজনে মানুষেরা পাশে থেকে তার হাতটি বাড়িয়ে দেন, এলাকার শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলা, বিশেষ করে তার ব্যাংক সেক্টর কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ বিভিন্ন সেক্টরে নবাবগঞ্জের বেকার যুবকদের কর্মসংস্থানের হার সর্বোচ্চ। মোঃ আক্কাস মোল্লা বলেন, বিপদে এলাকাবাসীর পাশে থাকতে পারাটাই সবচেয়ে ব্যাপার । এই দূর্যোগ থাকবেনা ।আমাদের ধৈর্যধারন করে বাসায় থাকতে হবে । করোনা থেকে বাচার একমাত্র উপায় বাসায় থাকা । সরকারের নিদের্শ মানার আহবান জানান ।

Share.