বাংলাদেশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আসর বসিয়ে মাদক সেবন করার অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় তিনি (ইউএনও) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে শেখ সোহেল মিয়া (৩০), সাদ্দাম হোসেন (৩০), শেখ ফজল মিয়া (৬০), আব্দুল ওয়াদুদ (৫৫), বিদ্যুৎ চৌধুরী (৫০), আব্দুল মজিদ মিয়া (৩৮), শেখ ফজল মিয়া (৪৫), লিটন চৌধুরীসহ (৫৬) ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থ জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন ইন্সপেক্টর ইমদাদুল হক। নমুনা রেখে জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হয়। ইউএনও শেখ মহি উদ্দিন জানান- মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
নবীগঞ্জে আসর বসিয়ে মাদক সেবন করার অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
0
Share.