বাংলাদেশ থেকে নবীগঞ্জ জেলা প্রতিনিধি: নবীগঞ্জ পৌর শহরের অহনা টেলিকমে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বিকাশ প্রতারক তার নিজের ০১৭১৮-০৭৩৫৪৫ এই নাম্বারে ১০ হাজার টাকা নেয়। পরে সে তার ফোন থেকে সিম খোলে পকেটে রেখে ফোন দোকান মালিকে বলে যে আমার ফোনে চার্জ শেষ একটু চার্জে লাগান। পরে দোকান মালিক চার্জে লাগানোর পর সই প্রতারক বলে যে, আমি বাতরুম থেকে আশি। বলে সে চলে যায়। দোকান মালিক ফোনটি চালু করে দেখে যে ফোনে পুল চার্জ আছে। তার পর থাকে খুজাখুজির পর থাকে নবীগঞ্জ পৌর শহরের ছালামতপর গ্রাম থেকে ধরে আনা হয়। পরে যে সিমে টাকা নেয় প্রতারক সেই সিম তার কাছে পাওয়া যায় টাকা সহ।আটককৃত প্রতারক, বানিয়াচং উপজেলার নন্দীপাড়া এলাকার ফলিস মিয়ার পুত্র মোঃ খোকন মিয়া।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান,এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। যদি কোন অভিযোগ না দেওয়া হয় তাহলে আইনের ৪৪ ধারা মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।
নবীগঞ্জে জনগনের হাতে বিকাশ প্রতারক আটক
0
Share.