নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে পিছিয়ে পড়বে বিএনপি: কাদের

0

ঢাকা অফিস: নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রেন মিস করলেই বিএনপি পিছিয়ে পড়বে। রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সহিংসতার মাধ্যমে বিএনপিকে ইচ্ছামতো সংবিধান কচুকাটা করতে দেওয়া হবে না। অবরোধ আর দখলের হুমকি দিয়ে কোনো খায়েশ পুরণ হবে না। তিনি বলেন, ঢাকা দখলের নামে আবারও সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। তাদের প্রতিহত করতে হবে। নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের শিডিউল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Share.