নাইজেরিয়ায় বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১২

0

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের থামাতে গুলি চালিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত হয়েছে ১২ জন। দেশটির সবচেয়ে বড় শহর লাগোসে পুলিশি অমানবিকতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর বিবিসির।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সেখানে বেশ কিছু মানুষের প্রাণহানির বিষয়ে তারাও নির্ভরযোগ্য তথ্য পেয়েছে। তবে দেশটির সেনাবাহিনী এমন খবর নাকচ করে দিয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। বিবিসির খবরে বলা হয়,  কদিন ধরেই নাইজেরিয়ার পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল অ্যান্টি-রোবারি স্কোয়াডের বিরুদ্ধে বিক্ষোভ চলে আসছে। এই বাহিনীর বিরুদ্ধে লোকজনকে অবৈধভাবে আটক, নাজেহাল করা, এমনকি গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে গেলো ১১ অক্টোবর এই বাহিনী বিলুপ্তও করে সরকার। তবে বিক্ষোভকারীরা নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীতে আরও পরিবর্তনের পাশাপাশি দেশটির শাসনব্যবস্থায়ও সংস্কার আনার দাবি তোলেন। বিক্ষোভ থামাতে লাগোস এবং আরও কয়েকটি অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

Share.