শুক্রবার, ডিসেম্বর ২৭

নাইজেরিয়ায় ২৭৯ স্কুলছাত্রীকে মুক্তি দিল অপহরণকারীরা

0

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ায় অপহরণের শিকার ২৭৯ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত ২৬ ফেব্রুয়ারি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারার একটি আবাসিক স্কুল থেকে এসব ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লির বরাতে আল জাজিরা ও রয়টার্স এ খবর জানিয়েছে।গভর্নর বেলো মাতাওয়াল্লি আজ মঙ্গলবার জানিয়েছেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনও মুক্তিপণ দিতে হয়নি।বেলো মাতাওয়াল্লি বলেন, ‘আজ আমরা অপহৃত শিশুদের জীবিত হাতে পেয়েছি। তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। আমি একটি শান্তি চুক্তি শুরু করেছি, যা ইতিবাচক ফল দিয়েছে। কাউকে কোনও মুক্তিপণ দিতে হয়নি।এর আগে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার মধ্যরাতে ৩১৭ ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। তারা জামফানের জঙ্গব শহরের একটি সরকারি বালিকা বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সশস্ত্র অপহরণকারীদের একটি দল তাদের অপহরণ করেছিল।ছাত্রীরা মুক্তি পেলেও কোন গোষ্ঠী তাদের অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাইজেরিয়ার ওই অঞ্চলের একাধিক সশস্ত্র দল প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

Share.