ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার তিন শতাধিক শিক্ষার্থী অপরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মঙ্গলবার বোকো হারামের একজন মুখপাত্র আবুবকর শেকাউ এটি জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন, আমি আবুবকর শেকাউ। আমাদের ভাইয়েরা শিক্ষার্থীদের অপহরণ করেছে। তবে অপহরণের দাবি করলেও কেন এমনটা করা হয়েছে, তা জানাননি তিনি। এমনকি কোনও মুক্তিপণের বিষয়ও উল্লেখ করেননি তিনি।গত ১১ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলে হামলা চালায় একদল বন্দুকধারী। মোটরবাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে আশপাশের মানুষজন পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিদ্যালয়ে থাকা আট শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে তিন শতাধিক শিক্ষার্থী নিখোঁজ হয়। এদিকে ওই শিক্ষার্থীদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী নাইজেরিয়াজুড়ে সাড়াঁশি অভিযান চালাচ্ছে। এরই মধ্যে এমন দাবি করলো বোকো হারাম। অন্যদিকে দুর্বৃত্তদের কাছে ঠিক কতজন শিক্ষার্থী আছে বা পালিয়ে এসেছে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮৩৯। তবে ৩৩৩ জন নিশ্চিতভাবে নিখোঁজ রয়েছে।
নাইজেরীয় শিক্ষার্থীদের অপহরণের দায় নিলো বোকো হারাম
0
Share.