শনিবার, নভেম্বর ২৩

নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করলো ভারতের পুলিশ

0

ডেস্ক রিপোর্ট: ভারতের বিভিন্ন অঞ্চলে বিতর্কিত নাগরিকত্ববিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, ব্যাঙ্গালুরুসহ কর্ণাটকের কিছু এলাকায়। তবে পুলিশি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিভিন্নস্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এজন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। বিরোধীরা এই আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর তা গণআন্দোলনের চেহারা পেয়েছে। আন্দোলনের সমর্থনে হার্ভাডসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন জানিয়েছেন। উত্তর প্রদেশের পুলিশ প্রধান ওপি সিং জনগণকে বিক্ষোভ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞামূলক নির্দেশনা জারি করা হয়েছে। চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করেছে। পুলিশের দাবি, সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চেন্নাইয়ের মতো বিভিন্ন শহরের পুলিশ মিছিল, সমাবেশ বা কোনও ধরনের বিক্ষোবের অনুমতি দিচ্ছেন না। তবে পুলিশি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে উত্তর প্রদেশ, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে নাগরিক সমাজ, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণকে বিক্ষোভ প্রদর্শনের ইন্সটাগ্রাম ও টুইটারে আহ্বান জানাচ্ছেন। তারা শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিচ্ছেন। দিল্লি ও জয়পুরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সব মহাসড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। রাজধানীতে প্রবেশ করা সবগুলো যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে। এতে বড় ধরনের যানজট তৈরি হয়েছে। অনেক যাত্রী তাদের বিমানের ফ্লাইট ধরতে পারেননি। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু মেট্রো স্টেশন।

Share.