শনিবার, জানুয়ারী ২৫

নাগরিকত্ব বিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না মোদি

0

ডেস্ক রিপোর্ট: বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই জানিয়ে দিয়ে আসামের জনগণকে শান্ত হতে অনুরোধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তার অফিসিয়াল টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আসামের জনগণের অধিকার রক্ষায় আমাদের কেন্দ্র সবসময় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি বলেন, ‘আসামের ভাই-বোনদের আমি আশ্বস্ত করতে চাই যে, পাস হওয়া সিএবি বিল নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। এটি ক্রমবর্ধমান, সময়ের সাথে আরও বাড়তে থাকবে।’ অসমিয়া ভাষায় দেওয়া আরেক টুইটে মোদি জানান, ‘কেন্দ্রীয় সরকার ও আমি সংবিধান অনুযায়ী আসামের মানুষের সাংস্কৃতিক, ভাষাগত, রাজনৈতিক ও ভূমি সংক্রান্ত অধিকারগুলোর সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা হরতালে উত্তাল ছিল ভারতের আসাম ও ত্রিপুরা। দুই রাজ্যেই একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। সারা ভারত বিক্ষোভে উত্তাল হয়ে আছে। গুয়াহাটিতে জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভের ভয়ে বহু জায়গায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভ ঠেকাতে আসাম-ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে ভারত সরকার।

Share.